Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন.

ক) প্রশিক্ষন সংক্রামত্ম তথ্যাদি বিভিন্ন  সভা ,সেমিনার, ক্লাব ,সংগঠন, জন প্রতিনিধি,এন,জি,ও সংস্থা এবং ব্যক্তিগতযোগাযোগের মাধ্যমে জানানো হয়,তা ছাড়া যে সকল যুবক যুব মহিলা ইতিমধ্যেই প্রশিক্ষনশেষ করে সুবিধা নিয়েছেন তাদের মাধ্যমেও প্রশিক্ষন দল গঠন এবং প্রশিক্ষন

কেন্দ্র সমূহে প্রশিক্ষনার্থীপ্রেরণ করা হয়ে থাকে ।

 

খ) ঋণ গ্রহনঃ-যেহেতু শুধু মাত্র প্রশিক্ষক্ষত যুবরাই ঋণ পেয়ে থাকে সেহেতু ঋণ গ্রহণ সংক্রামত্ম যাবতীয়

তথ্য প্রশিক্ষন ক্লাশেই বিসত্মারিত ভাবে জানানো হয় , তা ছাড়া ঋণ গ্রহনেচ্ছু যুবরা সরাসরি উপজেলা কার্যালয়েযোগাযোগ করলে যাবতীয় পরামর্শ উপজেলা কার্যালয়ের ঋণ শাখা থেকে প্রদান করা হয় ।

 

গ)  যুব সংগঠন তালিকা ভূক্তি ও জাতি গঠন মূলক বিভিন্ন কার্যক্রমে উদ্বুদ্ধকরণ মূলক সভা-সেমিনার ইত্যাদি সরকারী নীতিমালার আলোকে নির্দ্দিষ্ট লক্ষ্যমাত্রা অনুযায়ী করা হয়ে থাকে ।