Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

সেবার নামঃ

আত্মকর্মসংস্থান ঋণ কর্মসূচী (একক যুবঋণ কর্মসূচী) ঃ

সেবা প্রদানের পদ্ধতিঃ

ক) প্রশিক্ষণ প্রাপ্ত যুব হতে হবে।

খ) প্রশিক্ষণের ট্রেডের সাথে সংশ্লিষ্ট বিষয়ে পরীক্ষামূলক প্রকল্প থাকতে হবে।

গ) প্রশিক্ষণের ৩ বছরের মধ্যে ঋণের আবেদন বিবেচনাযোগ্য হবে।

ঘ) বয়স ১৮-৩৫ বছর হতে হবে।

ঙ) প্রকল্প পরিকল্পনার ন্যূনতম ২০% কাজ নিজস্ব অর্থ বিনিয়োগে সম্পাদন করতে হবে।

চ) সংশ্লিষ্টকে উপজেলার বাসিন্দা হতে হবে।

ছ) সংশ্লিষ্টের পক্ষে নিশ্চয়তাকারী থাকতে হবে।   

  

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাাপ্তিস্থানঃ

ক) পাসপোর্ট সাইজের সত্যায়িত ৩ কপি ছবি।

খ) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

গ) প্রশিক্ষণের মূল সনদপত্র।

ঘ) নিশ্চয়তাকারী ২ কপি ছবি।

ঙ) নিশ্চয়তাকারীর স্থাবর সম্পত্তির দলিল, পর্চা, দাখিলা, খাজনা রসিদ।

চ) ঋণের আবেদন ফরম।

ছ) ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিনামা।

জ) চাকুরীজীবি নিশ্চয়তাকারীর ক্ষেত্রে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার প্রত্যয়ন পত্র।

প্রাপ্তিস্থান: নিজ/উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়। 

 

সেবামূল্য ও পরিশোধ পদ্ধতিঃ

১। ২০/- টাকা মূল্যমানের আবেদন ফরম।

২। ৩০০/- টাকা মূল্যমানের নন জুডিশিয়াল স্ট্যাম্প।

৩। ঋণ বিতরণ: অপ্রতিষ্ঠানিক ঋণ- ১ম দফা-৪০০০০/-

২য় দফা- ৫০০০০/-, ৩য় দফা- ৬০০০০/-

প্রাতিষ্ঠানিক ঋণ: ১ম দফা- ৬০০০০/-, ২য় দফা- ৭৫০০০/-, ৩য় দফা- ১০০০০০/-

খ) পরিশোধ পদ্ধতি

১। সর্বোচ্চ তিন মাস গ্রেসপিরিয়ড প্রদান।

২। ২৪-৩৬টি মাসিক কিস্তিতে ঋণ পরিশোধ।

৩। মাসিক কিস্তির সাথে আসলের উপর দৈনিক ভিত্তিতে ০৫% ক্রমহ্রাসমান হারে সার্ভিস চার্জ পরিশোধ।

৪। মাসিক ৫০/- টাকা ব্যক্তিগত সঞ্চয় জমা, যা ফেরতযোগ্য।

৫। অগ্রিম ৫% সঞ্চয় জমা ফেরতযোগ্য।

 

সেবা প্রদানের সময়সীমাঃ

ক) ঋণ বিতরণের প্রস্তুতিমূলক সময়সীমা সর্বোচ্চ ৩০ দিন।

খ) ২৪-৩৬টি মাসিক কিস্তিতে সার্ভিস চার্জসহ ঋণ পরিশোধ। 

 

শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবী , অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল ঃ

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

০৩৬১-৬৩১০৮

bandarbansadar@dyd.gov.bd

উর্ধ্বতন কর্তকর্তার পদবী, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল 

উপ-পরিচালক

0361-62343

dd.dyd.bban@gmail.com